ছবিঃ বিপ্লবী বার্তা
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় শত শত মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।
বিক্ষোভকারীরা জানান, গাজীপুর-৬ আসন পুনর্বহাল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, “পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে।”

