
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবি জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিচ্যুত সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যরা। সোমবার (২৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
আন্দোলনকারীদের শাহবাগে আসার সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে। তবে তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।
আন্দোলনরত সদস্যরা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা বিচারহীনতা ও বঞ্চনার শিকার। এ সময় তারা তিন দফা দাবি উত্থাপন করেন, যেগুলোর মধ্যে রয়েছে:
১. চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ
পিলখানাসহ দেশের সব বিডিআর ইউনিটে বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত এবং ক্ষতিগ্রস্ত সদস্যদের (বিশেষ করে ৭৬ ব্যাচ) পুনর্বহাল করতে হবে। পাশাপাশি, তাদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
২. স্বাধীন তদন্ত কমিশন গঠন ও কারাবন্দিদের মুক্তি
পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ ও স্বাধীন কমিশনে রূপান্তর করতে হবে। এতে বাধা সৃষ্টি করা সব বিধিনিষেধ, বিশেষ করে প্রজ্ঞাপনে ‘ব্যতীত’ শব্দ এবং কার্যপরিধির ২(ঙ) ধারাটি বাতিল করতে হবে। পাশাপাশি, মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত নিরপরাধ সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
৩. পুনর্বাসন ও বিডিআর নাম পুনঃস্থাপন
২০০৯ সালের ঘটনার প্রেক্ষিতে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে। একই সঙ্গে, বিডিআর নামটি ফিরিয়ে এনে এর ইতিহাস ও ঐতিহ্য পুনঃস্থাপন করতে হবে।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান তারা।
এ ঘটনায় শাহবাগ মোড় এবং সংলগ্ন এলাকা দুপুর থেকে যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।