
ভারতীয় ক্রিকেটে ইদানীং যশপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চলছে নানা আলোচনা।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পাঁচ টেস্টের মধ্যে মাত্র তিনটিতে তাঁর খেলা নিয়েই শুরু হয়েছে বিতর্ক—কখন, কীভাবে তাঁকে বিশ্রাম দেওয়া উচিত। এর মধ্যেই সামনে চলে এসেছে নতুন প্রশ্ন—এশিয়া কাপে কি দেখা যাবে বুমরাকে?
সর্বশেষ খবর অনুযায়ী, বুমরা নিজেই নির্বাচকদের জানিয়েছেন যে তিনি টি–টোয়েন্টি এশিয়া কাপে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে তাঁকে আর দেখা যায়নি। অথচ সেই বিশ্বকাপেই ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তিন টেস্টে খেলেছিলেন বুমরা, যেখানে দুইবার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। পুরো সিরিজে বল করেছেন প্রায় ১১৯ ওভার, পেয়েছেন ১৪ উইকেট। শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। এতে আবারও প্রশ্ন ওঠে—তিনি কি পুরোপুরি ফিট? বিশেষ করে, কয়েক মাস আগেই তো পিঠের চোটে চার মাস মাঠের বাইরে ছিলেন।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে এশিয়া কাপ, এবারের আসরটি টি–টোয়েন্টি ফরম্যাটে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ৩১ বছর বয়সী এই পেসার নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বাধীন কমিটিকে জানিয়ে দিয়েছেন—তিনি এখন ফিট এবং খেলতে আগ্রহী।
আগামী ১৯ আগস্ট মুম্বাইয়ে বসবে নির্বাচক কমিটির সভা, তখনই ঘোষণা করা হবে চূড়ান্ত দল। সূত্রের তথ্য অনুযায়ী, এবার যেহেতু টুর্নামেন্টটি টি–টোয়েন্টি ফরম্যাটে, তাই বুমরাকে খেলানো নিয়ে নির্বাচকদের খুব একটা দুশ্চিন্তা নেই। প্রতিটি ম্যাচে সর্বোচ্চ ৪ ওভার বল করতে হবে, তাছাড়া গ্রুপপর্বে ম্যাচের মাঝে থাকবে ৩–৪ দিন বিরতি। ইংল্যান্ডে শেষ টেস্ট খেলার পর এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের মধ্যে বুমরার প্রায় চল্লিশ দিনের বিশ্রাম মেলে যাচ্ছে—এটিকে নির্বাচকেরা ইতিবাচক দিক হিসেবেই দেখছেন।
এশিয়া কাপের আগে ভারতীয় দলকে কিছুটা আগেভাগেই পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাতে। শুরুতে বেঙ্গালুরুতে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে—সরাসরি দুবাই গিয়েই প্রস্তুতি নেওয়া হবে।
এস কে আর