বায়ুদূষণে শীর্ষ দশে ঢাকা, আইকিউএয়ারের তালিকায় সপ্তম
সংগৃহীত ছবি

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমানের সূচক (একিউআই) ছিল ১২২। যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। এদিন বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম।

তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিংশা, যেখানে বায়ুর স্কোর ১৪৭। দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার বাটাম ও তৃতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লি, উভয়ের স্কোর ১৩৯। এরপর রয়েছে উগান্ডার কাম্পালা (১৩৬), পাকিস্তানের লাহোর (১৩৪), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩২), ঢাকার পরে অষ্টম স্থানে আছে মিশরের কায়রো (১১৭)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় হিসেবে বিবেচিত। ১০১ থেকে ১৫০ হলে সেই মান সংবেদনশীল গোষ্ঠী—অর্থাৎ শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ুকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে হলে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ১০০ এর বেশি একিউআই স্কোরের ক্ষেত্রে জনসাধারণ, বিশেষ করে হৃদরোগী, শিশু ও প্রবীণদের সতর্ক থাকা উচিত। ১৫০ ছাড়িয়ে গেলে বাড়ির বাইরে কাজকর্ম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।