
রাজধানীর তুরাগ থেকে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদ ১০৪ ঘণ্টা পর নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়।
মাওলানা মামুন ২২ সেপ্টেম্বর ভোরে তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
নিখোঁজ হওয়ার ঘটনায় তার স্ত্রী খাদিজা ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ থাকা পাঁচদিনে পরিবার ও সন্তানরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। খাদিজা মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি সন্তানদের কীভাবে বুঝাবেন বাবাকে না পেয়ে।
মানববন্ধনে মামুনের মা-বাবাও উপস্থিত ছিলেন। তারা সন্তানের জীবিত ফিরে আসার আকুতি জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।