পরিবর্তনকে ভয় মানেই হারিয়ে যাওয়া
ছবিঃ বিপ্লবী বার্তা
পরিবর্তন মানে শুধু নতুন কিছু গ্রহণ নয়, অপ্রয়োজনীয় পুরোনোকে ছাড়তে জানাও জরুরি। সময়ের সঙ্গে তাল মেলাতে না পারলে তার পরিণতি হয় ভয়াবহ। একসময় ফটোগ্রাফির দুনিয়ায় রাজত্ব করা 'কোডাক' এর জীবন্ত উদাহরণ।

বছর বিশেক আগেও পৃথিবীর প্রায় প্রতিটি বাড়ির অ্যালবামে ছিল কোডাকের ছাপ। জন্মদিনের কেক কাটার মুহূর্ত, স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা, গ্রামের মেলায় তোলা সাদা-কালো ছবি—সব কিছুই ছিল তাদের ফিল্মে বন্দি। এতটাই জনপ্রিয় ছিল যে সুখের সময়কে বলা হতো “কোডাক মোমেন্ট”।

কিন্তু আজ? নতুন প্রজন্মের অনেকেই এই  'কোডাক' নামটিই শোনেনি। দোকানে গিয়ে কোডাক ফিল্ম চাওয়ার মতো ঘটনা এখন প্রায় গল্পের বইয়ের দৃশ্য।

কেন এমন হলো? কারণ খুবই সহজ—সময়কে আঁকড়ে ধরতে পারে নি তারা। বিদ্রূপের বিষয় হল , ডিজিটাল ক্যামেরার প্রযুক্তি উদ্ভাবন করেছিল তারাই। কিন্তু ব্যবহার করেনি। তারা ভয় পেয়েছিল—ডিজিটালে গেলে লাভজনক ফিল্ম ব্যবসা ধসে পড়বে। সেই ভয়ই ডেকে আনে পতন।

যখন তারা দ্বিধায় ভুগছিল,ঠিক সেই সুযোগে বাজার দখলে নেয় প্রতিযোগীরা । আর 'কোডাক' ধীরে ধীরে পৌঁছে যায় মঞ্চের শেষ প্রান্তে , তারপর ইতিহাসের পেছনের পাতায়।

এই গল্প শুধু একটি কোম্পানির নয়, বরং এক অব্যর্থ শিক্ষা প্রত্যেকের জন্য । ব্যক্তিগত জীবন হোক বা ব্যবসা, সময়কে সঙ্গে নিয়ে চলতে না পারলে পরিণতি একই। পরিবর্তন মানে শুধু নতুন কিছু গ্রহণ করা নয়, অপ্রয়োজনীয় পুরোনোকে ছাড়তেও পারা।

আজকের দ্রুতগতির এই পৃথিবীতে স্থির থাকা মানে পিছিয়ে পড়া। দক্ষতা, চিন্তাভাবনা, প্রযুক্তি—সবকিছুতেই শেখা আর অভিযোজন চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। তা না হলে একদিন হয়তো তোমার গল্পও বলা হবে কোডাকের মতো_ 'শুরুর শিখর থেকে পতনের ইতিহাস।'

এফ জে টি