নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা থেকে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের মধ্যে রয়েছে ২৪ বোতল এমসি ডুয়েলস এবং ১ বোতল আইস ভদকা। উদ্ধারকৃত মদ পরবর্তীতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপি’র চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত পিলার ১১৮৭ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের মহেষখোলা এলাকা থেকে দুটি ব্র্যান্ডের মোট ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকপাচার প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

