কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও দীর্ঘদিনের জাতীয়তাবাদী রাজনীতির পরিচিত মুখ ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
ইঞ্জিনিয়ার জনি জানান, ১৯৯৯ সালে ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতিতে আনুষ্ঠানিক পথচলা শুরু। পরবর্তীতে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও সক্রিয় ছিলেন।
তিনি বলেন, “জ্ঞান হওয়ার পর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ছিলাম। কিন্তু পরিবর্তিত এই বাংলাদেশে মনে হচ্ছে সেই আদর্শ এখন শুধু মুখে মুখে থাকে, অন্তরে কেউ ধারণ করে না।” ভবিষ্যৎ রাজনীতি ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
জনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে উলিপুরে সাধারণ মানুষের জন্য নানামুখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নতুন ধারার রাজনীতিতে সুযোগ পেলে এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের সহায়তায় আরও বড় পরিসরে কাজ করতে চান বলেও আশা প্রকাশ করেন।
বার্তার শেষে তিনি দেশবাসী এবং উলিপুরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।”

