কুড়িগ্রামে বিশেষ অভিযানে মাদক কারবারি আটক
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত পনেরো মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৩ হাজার টাকা জব্দ করা হয়। আটক মাদক কারবারির নাম নিরঞ্জন রায় (৩৫)।


গ্রেফতার হওয়া কারবারিকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, জেলা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে।