সাতক্ষীরায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীর-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের সমর্থনে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ তারিকুল হাসান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, বিএনপি নেতা শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, রবি এমপি সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সোহেল আহমেদ মানিক, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অসীম কুমার সরকার ও আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল গাজী প্রমুখ।
আলোচনা সভার পর ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি ও সভা উভয়ই প্রার্থীর প্রতি সমর্থন এবং এলাকার জনগণের রাজনৈতিক উন্মুখতা প্রদর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে।

