ছবিঃ বিপ্লবী বার্তা
গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা কোটি টাকার ঝুট মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের এক ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়। আগুন তীব্রতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে গুদামে থাকা ঝুট মালামাল পুড়ে যায়। এছাড়া এসময় তিনটি গরুও পুড়ে মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

