হলের নামকরণে গড়িমসি, ভোগান্তিতে জাবি নবীন শিক্ষার্থীরা
ছবিঃ বিপ্লবী বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (৫৪তম আবর্তন) শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর। কিন্তু দেড় মাসের বেশি সময় পার হলেও পরিচয়পত্র (আইডি কার্ড) হাতে পাননি নবীন শিক্ষার্থীরা। ফলে পাবলিক বাসে যাতায়াত, গ্রন্থাগার ব্যবহার, অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্ট খোলাসহ বেশ কিছু বিষয়ে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন তারা।


বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, বিভাগ, হল, রেজিস্ট্রার অফিস ও আইটি সেলের সমন্বয়ে এবং JUPIS পোর্টালে ব্যক্তিগত এবং একাডেমিক তথ্য প্রদান করার মাধ্যমে আইডি কার্ড প্রস্তুতের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের নাম এখনো অনিশ্চিত থাকায় এ প্রক্রিয়া বাধাগ্রস্থ হচ্ছে। 


গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের নামফলক খুলে ফেলেন শিক্ষার্থীরা। পরে দাবি উঠে জুলাই শহীদদের নামে পূনরায় নামকরণ করার কিন্তু এক বছরের অধিক সময় পেরিয়ে গেলেও আবাসিক হলগুলোর নাম চুড়ান্ত করতে পারেনি প্রশাসন। ফলে হলের নাম উল্লেখ করা সম্ভব না হওয়ায় আটকে আছে আইডি কার্ড প্রস্তুত প্রক্রিয়া। 


বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা জানান, পরিচয়পত্র না থাকায় গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারছেন না। অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্টের আবেদনও আটকে আছে প্রয়োজনীয় 'আইডি ফ্রন্ট পেজ' না থাকায়। এমনকি পরিচয় যাচাইয়ের সুযোগ না থাকায় যে কেউ হল বা একাডেমিক ভবনে প্রবেশ করে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান জানান, "হলগুলোর নতুন নাম চুড়ান্ত হওয়ার বিষয়টি এখনো সিন্ডিকেটে আলোচনাধীন আছে। আগামী ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং এ সভাতেই হলগুলোর নতুন নাম চুড়ান্ত হওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি।"


বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, "হলগুলোর নাম চুড়ান্ত হতে আরো বিলম্ব হলে প্রশাসন কর্তৃক সাময়িকভাবে নির্ধারন করা নামগুলো (১০ নং ছাত্র হল, ২১ নং ছাত্র হল, ১৫ নং ছাত্রী হল, ১৩ নং ছাত্রী হল) অনুযায়ী পরিচয়পত্র প্রদান করা হবে। সেক্ষেত্রে শুধুমাত্র ১ম বর্ষের নবীন শিক্ষার্থী নয় বরং উক্ত আবাসিক হলগুলোর সকল ব্যাচের শিক্ষার্থীদের নতুন পরিচয়পত্র প্রদান করা হবে বলে জানান তিনি।"