র‍্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে ইবি প্রশাসন
ছবিঃ বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত রাখতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১১ আগস্ট) এন্টি র‍্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহিনুজ্জামানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। র‍্যাগিংয়ের শিকার হওয়া শিক্ষার্থীদের ০১৭৮০-৪৭৫১৩১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বাবস্থায় র‍্যাগিং পরিহারের জন্য বলা হয়। র‍্যাগিংয়ে জড়িত কোনো শিক্ষার্থী ধরা পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বা স্থায়ী বহিষ্কার, আবাসিক হল থেকে সাময়িক বা স্থায়ী বহিষ্কার এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দসহ কঠোর ব্যবস্থা নেবে।

এন্টি র‍্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “আমরা র‍্যাগিং নিয়ে কাজ শুরু করেছি। বিভাগগুলোতে কাউন্সেলর নিয়োগ দেওয়া হবে, হল ও বিভাগে সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করা হবে এবং পোস্টার লাগানো হবে। কোনো র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”