
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী, নবীন বরণ ও প্রবীণদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নবীন ও সদ্য বিদায়ী প্রবীণদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম আলিফ এবং সঞ্চালনা করেন আয়েশা সিদ্দিকা মিষ্টি ও খায়রুজ্জামান খান সানি।
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল। এছাড়া সংগঠনের উপদেষ্টা আঃ হান্নান, প্রতিষ্ঠাকালীন সভাপতি কামরুল হাসানসহ সাবেক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষাজীবনের সমাপ্তি মানেই শিক্ষা শেষ নয়। বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি প্রফেশনাল দক্ষতা অর্জনও জরুরি। পরিকল্পনা ও পরিশ্রমের বিকল্প নেই উল্লেখ করে তিনি নবীনদের প্রথম দিন থেকেই লক্ষ্য স্থিরের মাধ্যমে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
নবীন ও প্রবীণদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।