যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা স্থগিত: বিপাকে লাখো বাংলাদেশি, তবে সুযোগ থাকছে যাদের
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (Immigrant Visa) স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। এই আকস্মিক সিদ্ধান্তে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অপেক্ষায় থাকা লাখো বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে পর্যটক বা স্বল্পমেয়াদি ভিসাধারীদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে।


যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক আইনজীবীদের তথ্যের ভিত্তিতে এ পরিস্থিতির প্রধান দিকগুলো হলো,

কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন?

যুক্তরাষ্ট্রের নতুন এই অধ্যাদেশের ফলে মূলত 'ইমিগ্রান্ট ভিসা' প্রত্যাশীরা ক্ষতিগ্রস্ত হবেন। এর মধ্যে রয়েছেন:

যাদের পরিবারের সদস্য (বাবা-মা, স্বামী-স্ত্রী, ভাই-বোন বা সন্তান) যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাদের সে দেশে নেওয়ার আবেদন জমা ছিল।

যারা দীর্ঘদিন ধরে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমোদনের অপেক্ষায় ছিলেন।

যাদের ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত ছিল, তাদের প্রক্রিয়াও আপাতত স্থগিত থাকবে।

আইনজীবীদের মতে, অনেক পরিবারের ১৫-১৬ জন সদস্যের আবেদন জমা রয়েছে, যা এখন অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেল।


নিষেধাজ্ঞার কারণ কী?

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ এবং আমেরিকার জনগণের সম্পদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। মূলত, নতুন অভিবাসীরা যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক তহবিল বা ভাতার ওপর নির্ভরশীল না হয়ে পড়েন, তা নিশ্চিত করতে অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হচ্ছে।


যাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে না

এই স্থগিতাদেশ শুধুমাত্র স্থায়ী অভিবাসনের ক্ষেত্রে প্রযোজ্য। 'নন-ইমিগ্রান্ট' বা সাময়িক ভিসার ক্ষেত্রে কোনো বাধা নেই। ফলে নিচের ক্যাটাগরিগুলো স্বাভাবিক থাকবে:

শিক্ষার্থী ভিসা : যারা উচ্চশিক্ষার জন্য যেতে চান।

ভ্রমণ ভিসা : পর্যটকদের জন্য দরজা খোলা থাকছে।

ব্যবসায়িক ভিসা : বিনিয়োগকারী বা ব্যবসায়িক কাজে ভ্রমণকারীরা আবেদন করতে পারবেন।


বিশেষজ্ঞদের মত ও ভবিষ্যৎ সম্ভাবনা অভিবাসন বিষয়ক আইনজীবীরা জানিয়েছেন, এটি একটি অমানবিক সিদ্ধান্ত হলেও এর ফলে দূতাবাসে অভিবাসী ভিসার চাপ কমবে। এতে করে শিক্ষার্থী ও পর্যটকদের ভিসা প্রসেসিং বা প্রক্রিয়াকরণ আগের চেয়ে দ্রুততর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অভিবাসী ভিসার ওপর এই নিষেধাজ্ঞা কতদিন বহাল থাকবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।