রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে মো. রুহুল আমিন নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসা ও আশপাশের গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন।
তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।
এর কিছুক্ষণ পর বেলা ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। দেহ তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে ওঠেন তারেক রহমান। তার সঙ্গে দেশে ফেরেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বরাদ্দপ্রাপ্ত এই বাড়িটি কয়েক মাস আগে দলিল হস্তান্তরের মাধ্যমে থাকার উপযোগী করা হয়। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

