সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা জোরদারে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার রাত থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে।
এদিকে বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে। সকাল ৮টা ৪০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়িটি হাসপাতাল ত্যাগ করে। পরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে সকাল সোয়া ৯টার পর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছায়।
জানা গেছে, সেখানে কিছু সময় মরদেহ রাখা হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি আজ ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

