কারওয়ান বাজার থেকে বন্ধ যানচলাচল , হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ
ছবিঃ সংগৃহীত

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীতে নেমেছে মানুষের ঢল। বিপুল জনসমাগমের কারণে কারওয়ানবাজার থেকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ গাড়ি ছেড়ে হেঁটেই জানাজাস্থলের উদ্দেশে রওনা হচ্ছেন।


বুধবার, ৩১ ডিসেম্বর বেলা ১১টার পর থেকে কারওয়ানবাজার, সোনারগাঁও হোটেলের গোলচত্বর এবং তেজগাঁও রেলগেট এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ ফার্মগেট হয়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছেন। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও দেখা গেছে মানুষের হেঁটে চলাচল।


জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের স্বার্থে মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কোনো গাড়ি না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


এদিকে জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে। পুরো এলাকা এসএসএফের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।


দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।