খালেদা জিয়ার দাফন ও আইনশৃঙ্খলা নিয়ে উপদেষ্টা বৈঠক
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন সরকারের উপদেষ্টারা।


মঙ্গলবার, ৩০ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও সরকারের একাধিক উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন।


বৈঠকে খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।


এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার, ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি পর্যন্ত জাতীয়ভাবে এই শোক পালন করা হবে। এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।


একই সঙ্গে বুধবার, ৩১ ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।