নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে চলছে কোরআন খতম
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আনুষ্ঠানিকভাবে এই কোরআন খতম কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।


দলীয় সূত্রে জানা যায়, ঘোষিত শোক কর্মসূচির নির্ধারিত সময়সূচি অনুযায়ী সারাদেশে ধর্মীয় ও দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। কোরআন খতম ছাড়াও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে।


এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এই শোক কর্মসূচি পালন করা হবে। একই সাথে বুধবার, ৩১ ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী এই নেত্রীর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।