বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন ১৭ বছর পর দেশে ফেরা তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে চন্দ্রিমা উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে কয়েক হাজার নেতাকর্মী ভিড় করছেন। এসময় তারেক রহমানের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


আজ (শুক্রবার) বিকালে এমন দৃশ্য দেখা যায়।  


সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়ক ও গণভবনে সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছেন। সবার হাতে বিএনপির পতাকা ও ফেস্টুন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।