গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (২৮ জুন) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতীয় ঐকমত্যে দেশ এগিয়ে যাচ্ছে। এই কর্মসূচি সেই ঐক্য তৈরিতে ভূমিকা রাখবে।” কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ ও আহতদের স্মরণে দোয়া, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ডকুমেন্টারি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণমিছিল।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই শহীদ ও আহতদের জন্য দেশব্যাপী দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত জামায়াত নেতারা শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করবেন। ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।

১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ও প্রত্যাশা নিয়ে সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। ২৫ থেকে ২৮ জুলাই ডকুমেন্টারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২৯ ও ৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১ আগস্ট জাতীয় সেমিনার এবং ১ থেকে ৩ আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল এবং ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, আলেম-ওলামাসহ পেশাজীবীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা শহীদদের স্মরণ করব, জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেব এবং জনগণকে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখাব।”