
বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার তৈরি বিভিন্ন পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশী দেশ ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত কোনো স্থলবন্দর দিয়ে এসব পণ্য আর আমদানি করা যাবে না। তবে নির্দিষ্টভাবে মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর ব্যবহার করেই এসব পণ্য আমদানি করা যাবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটজাত বোনা কাপড় এবং অন্যান্য পাটজাত পণ্য।
এ নিষেধাজ্ঞা ভারত হয়ে নেপাল ও ভুটানে যাওয়া বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে এসব পণ্য পুনরায় ভারতে রপ্তানির অনুমতি থাকবে না।
এর আগে গত ১৭ মে ভারত একই ধরনের সিদ্ধান্তে বাংলাদেশি তৈরি পোশাক (RMG) এবং প্রক্রিয়াজাত কিছু খাদ্যপণ্যের ক্ষেত্রেও স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। সেই সময়ও শুধুমাত্র নাহভা শেভা ও কলকাতা বন্দরের মাধ্যমে এসব পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়েছিল।
বাংলাদেশ প্রতিবছর ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে থাকে। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য প্রবেশে এ ধরনের বিধিনিষেধ আরোপের কারণে তৈরি পোশাক খাত ও পাটভিত্তিক পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের ওপর চাপ বাড়াবে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।