
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৫ জন। করোনা পরিস্থিতির এই হালনাগাদ চিত্র আবারও জনস্বাস্থ্যের ওপর উদ্বেগ তৈরি করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ল্যাবে মোট ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫.৮০ শতাংশ। এদিকে, একই সময়ে মাত্র ৩ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানানো হয়।
করোনায় মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে তিনজনই ষাটোর্ধ্ব এবং সকলেই নানা জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। তাদের সবার টিকা গ্রহণের ইতিহাস সম্পূর্ণ নয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন আবহাওয়ার পাশাপাশি চলমান ডেঙ্গু ও অন্যান্য ভাইরাস জ্বরের প্রকোপের মধ্যে করোনার সংক্রমণ বৃদ্ধির এই প্রবণতা জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য এটি বিপদজনক হয়ে উঠতে পারে।
এ অবস্থায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যাঁরা এখনো করোনা টিকার বুস্টার ডোজ নেননি, তাঁদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
• অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলুন
• সর্দি-জ্বর হলে পরীক্ষা করুন
• নিয়মিত মাস্ক পরুন ও হাত ধুয়ে নিন
• টিকা ও বুস্টার ডোজ গ্রহণ করুন