
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২০ জুন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫১ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ১৭ জনের। বরিশালে সাত, চট্টগ্রামে তিন, খুলনায় দুই এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
সর্বাধিক আক্রান্ত বরিশাল বিভাগে—এখানে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২৮০ জন, যা মোট আক্রান্তের প্রায় ৪৬ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে ৮৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে কুমিল্লা থেকে পাওয়া খবরে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে লিমা আক্তার (২৪) নামে এক নারী ডেঙ্গুতে মারা গেছেন। যদিও এই মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় এখনো যুক্ত হয়নি।
চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ২১৪ জন রোগী। বিজ্ঞপ্তি অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।
প্রসঙ্গত, ২০২৪ সালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু ২০২৩ সালের তুলনায় অনেক কম হলেও বর্ষা মৌসুম সামনে থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।