নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে : ফরহাদ মজহার
ছবিঃ বিপ্লবী বার্তা

ডাক্তার ও নার্স উভয়েই স্বাস্থ্যসেবার অপরিহার্য অংশ উল্লেখ করে ক‌বি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, নার্সিং পেশা অত্যন্ত মহৎ একটি পেশা। এটি ডাক্তারদের অধীন কোনো পেশা নয়। কারণ নার্সিং সেবা না থাকলে চিকিৎসাও সম্ভব নয়। তাই নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে।


বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। “উন্নত গণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সিং সংস্কার বাস্তবায়নের দাবি” শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)।


ফরহাদ মজহার বলেন, অনেকে স্বাস্থ্য মানে শুধু ডাক্তার, প্রেসক্রিপশন বা ওষুধ মনে করেন। এই ধারণা সম্পূর্ণ ভুল। আমাদের এ ধরনের চিন্তা থেকে মুক্ত হতে হবে। নয়তো দেশে ওষুধের দোকান বাড়বে, কিন্তু প্রকৃত স্বাস্থ্যসেবা উন্নত হবে না। এই ব্যবস্থাকে তিনি ‘ডাক্তারিকরণ’ বা মেডিকেলাইজেশন বলে উল্লেখ করেন। তার মতে, অসুখ হলেই এটাকে ডাক্তারি ব্যাপারে পরিণত করা এবং প্রেসক্রিপশন ও কোম্পানির ওষুধ নির্ভরতা বাড়ানো স্বাস্থ্যব্যবস্থা নয়, বরং একটি বাজারকেন্দ্রিক ব্যবস্থা।


তিনি আরও বলেন, আসল স্বাস্থ্য মানে হলো রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যনীতি, কৃষিনীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। নারীদের জীবনে নানা প্রাকৃতিক পরিবর্তন ঘটে, যেখানে সব ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। সেখানে নার্সরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ নার্স পেশাকে এখনও ডাক্তারদের অধীন করে রাখা হচ্ছে। নার্স পেশাকে যথাযথ মর্যাদা না দিলে স্বাস্থ্যব্যবস্থা আরও খারাপের দিকে যাবে।


ফরহাদ মজহার জানান, আগের সব সরকার সবার জন্য কার্যকর স্বাস্থ্যসেবা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং এসব প্রতিশ্রুতির কথা বলে তারা বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ এনেছে। সেই অর্থের সঠিক ব্যবহার কোথায় হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এজন্য ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতি আহ্বান জানান, কেন আগের সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি তা তদন্ত করতে হবে।


তিনি বলেন, যদি আগের সরকারগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করত, তাহলে নার্সদের পেশার অধিকার নিয়ে আজ আন্দোলন করতে হতো না।


সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।