পুরনো বিরোধের জেরে দুই ভাই নিহত, দ্রুত বিচার দাবি স্থানীয়দের
ছবিঃ বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই ভাই নির্মমভাবে নিহত হয়েছেন। আজ  সকালে ব্রিজ মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন মিন্টা (৬৫) এবং মো. হামজা (৪৫)। তারা ওই গ্রামের বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালেই নিজেদের কৃষি কাজে ব্রিজ মাঠে গিয়েছিলেন মিন্টা ও হামজা। সেই সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা ৮-১০ জন হামলাকারী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় মো. হামজা ঘটনাস্থলেই মারা যান, আর মিন্টাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মিন্টাও মৃত্যুবরণ করেন।


নিহতদের ভাই তোতা মিয়া অভিযোগ করেন, “গত এপ্রিল মাসে নিজামুদ্দিন খোকা আমাদের কাছ থেকে একটি গরু কেনার চেষ্টা করেছিলেন। নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় আমরা গরুটি বিক্রি করি। এরপর থেকে খোকা ও তার লোকজন আমাদের হুমকি দিত। এবার সেই বিরোধের জেরেই আমার ভাইরা মারা গেছেন।”


নিহত মিন্টার স্ত্রী আকলিমা খাতুন বলেন, “নিজামুদ্দিন খোকা ও তার ছেলে দা হাতে নিয়ে আমাদের বাড়ির সামনে এসে বলেছে, ‘দুই ভাইকে মেরে রেখেছি’। তারা প্রকাশ্যেই হত্যার পর আমাদের ভয় দেখিয়েছে।”


সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, “রক্তাক্ত অবস্থায় মিন্টা জরুরি বিভাগে আসে, চিকিৎসা দিলেও কিছুক্ষণের মধ্যে মারা যান। হামজাকে হাসপাতালে আনা হলে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।”


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানুন হোসেন বলেন, “হামলাকারীরা পালিয়ে গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”


স্থানীয়রা হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।