এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল
ছবিঃ বিপ্লবী বার্তা

ইউরোপের আরও একটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। আগামী কাল রোববার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।


গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল যুক্তরাজ্য সফরকালে সাংবাদিকদের জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি লিসবনের গুরুত্বের সাথে বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ পর্যায়ের বৈঠককে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, ইইউ সদস্যদেশগুলোর মধ্যে সুইডেন ও সাইপ্রাস আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। ২০২৪ সালের মে মাসে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর স্পেন প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এরপর আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নেয়।


পর্তুগাল ইউরোপের ২৭টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই জোটের অল্প কয়েকটি সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে পর্তুগাল এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের গৃহীত অবস্থানকে সমর্থন করবে এবং কোনো ধরনের একক বা আগাম সিদ্ধান্ত নেবে না।