মুকসুদপুরে ভণ্ড ডাক্তারকে ৩ মাসের জেল, দোকান সিলগালা
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । তাতে ডাক্তার রেজাউল করিমকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, গোপালগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ড্রাগ সুপার বিথী রানী মন্ডল-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানের সময় রেজাউল করিমকে  হাতেনাতে আটক করা হয়, তিনি চিকিৎসক নন এবং কোনো প্যারামেডিকেল প্রশিক্ষণও নেই, কিন্তু তিনি নামের আগে ডাক্তার লিখে প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করছিলেন,  রোগীদের এন্টিবায়োটিক প্রেসক্রাইব করছিলেন যথাযথ যোগ্যতা ছাড়াই, টিনের দোকানের অস্বাস্থ্যকর পরিবেশে রোগী ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছিলেন, ড্রাগ লাইসেন্স ছাড়াই ওষুধের দোকান পরিচালনা করছিলেন,দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়।


স্থানীয়দের অভিযোগ, রেজাউল করিম দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তার কারণে মাতৃমৃত্যু, অঙ্গহানি ও অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের মতো ঘটনা ঘটেছে। তবে প্রমাণের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালত দোকানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অভিযানের সময় এলাকাবাসীর বাধার মুখেও অভিযান চালিয়ে ভণ্ড ডাক্তারকে আইনের আওতায় আনা হয়।