মৃত্যুপথযাত্রী বাবার চিকিৎসায় চাচার অবহেলা
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ঘটে গেলো  এক চাঞ্চল্যকর ঘটনা। মৃত্যুপথযাত্রী বাবার চিকিৎসা খরচ নিয়ে চাচার অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা হাসান মল্লিকের ছেলে সাদওয়ালিদ প্রিন্স মল্লিক।


প্রিন্স মল্লিক লিখিত অভিযোগে জানান, কয়েক বছর আগে তার চাচা হোসেন মল্লিক ব্যাংক থেকে ঋণ নেন। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তার বাড়ি নিলামে তোলার প্রস্তুতি নেয়। সে সময় তার বাবা হাসান মল্লিক নিজের কষ্টার্জিত ৪ লাখ টাকা দিয়ে ছোট ভাইকে সাহায্য করেন, যাতে বাড়ি নিলামে বিক্রি না হয়। এখন সেই হাসান মল্লিক গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বাবার চিকিৎসা খরচের জন্য প্রিন্স মল্লিক চাচার কাছে গেলে উল্টো অপমান ও হুমকির শিকার হন। 


 তিনি জানান, চাচা তাকে বলেন,“তোর বাবাকে চিকিৎসা করিয়ে লাভ কি? তিনি তো আর বাঁচবেন না। টাকা খরচ করে লাভ নেই।এমনকি তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ।


প্রিন্স মল্লিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার বাবা যদি তখন টাকা দিয়ে বাড়ি রক্ষা না করতেন, তাহলে আজ চাচার মাথার ওপর বাড়ি থাকতো না। অথচ এখন বাবার চিকিৎসার সময় তিনি কোনো খোঁজও নেন না । ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৪ মিনিটে চাচার ব্যবহৃত নম্বরে ফোন করলেও তিনি কল রিসিভ করেননি। বিষয়টি নিয়ে তিনি সমাজ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।