মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে পুলিশ ও শিক্ষকদের সম্মাননা প্রদান
ছবিঃ বিপ্লবী বার্তা

মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টায় এক অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার মো: আব্দুল বাছেদকে সম্মাননা প্রদান করা হয়েছে।



 অনুষ্ঠানটি প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আব্দুল বাছেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল, মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা মো: ফরিদ আহম্মেদ মিয়া, মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হাসান বাবর এবং মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল।


অনুষ্ঠানের শেষে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়, সহকারী পুলিশ সুপার মো: আব্দুল বাছেদ, অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল, পরিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মাহাবুব হাসান বাবর এবং সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস. জে.) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলকে।