
নেপালে টানা উত্তেজনার পর অবশেষে স্বস্তির খবর। কারফিউ ও সবধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই এ সিদ্ধান্ত আসে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রাখে নেপালি সেনাবাহিনী। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সকাল থেকেই গণপরিবহন চালু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ রুটের বাস চলাচলও শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যাতেই কিছু যানবাহন গঙ্গাবু বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে। কাঠমান্ডু উপত্যকার রাস্তায় আবারও বেড়েছে মানুষের চলাচল।
শুক্রবার রাতে শিতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেলের উপস্থিতিতে শপথ নেন সুশীলা কার্কি। নেপালের ইতিহাসে তিনিই প্রথম নারী প্রধানমন্ত্রী। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজন করবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব পালন করবে।
সরকারি সূত্র জানিয়েছে, সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাও ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের ব্যাপক অংশগ্রহণ এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এতে হতাহতের ঘটনা ঘটায় এবং ব্যাপক চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি। নতুন সরকারের এই দ্রুত পদক্ষেপে দেশজুড়ে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে।