ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের ওপর হামলা, হাসপাতালে মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থি রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে।


স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) উটাহ অঙ্গরাজ্যের ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ৩১ বছর বয়সী চার্লি কার্ক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ইউটাহর গভর্নর স্পেন্সার কক্স এ ঘটনাকে সরাসরি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার সাম্প্রতিক ধারা অত্যন্ত উদ্বেগজনক।”


এ ঘটনার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, 'হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে।' কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ইউটাহ পাবলিক সেফটি কমিশনার বো ম্যাসন সংবাদ সম্মেলনে জানান, 'সন্দেহভাজন এখনো পলাতক এবং তাকে ধরতে অভিযান চলছে।'