
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। প্রচারণার সময় শেষ হলেও থেমে নেই প্রতিদ্বন্দ্বিতা। এবার সেটি ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতে। চলছে একের পর এক সাইবার অ্যাটাক।
ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, জি এস প্রার্থী এস এম ফরহাদ, এজিএস প্রার্থী মহিউদ্দিন সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একাধিক প্রার্থীর ফেসবুক আইডি হ্যাকড, সাসপেন্ড অথবা ডিএকটিভ। শিবির প্যানেলের জি এস প্রার্থী এস এম ফরহাদ তাঁর ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করে অভিযোগ করেছেন,
“আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ধারাবাহিকভাবে সাইবার হামলা হচ্ছে। কেউ কেউ ইতোমধ্যেই আইডি হারিয়েছেন, অনেকের আইডি বারবার অটোমেটিক লগআউট হয়ে যাচ্ছে ।”
তাঁর বক্তব্যের সাথেই মিলে গেছে গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খানের অভিজ্ঞতা। সাজ্জাদের আইডি ইতোমধ্যেই স্থায়ীভাবে সাসপেন্ড।
অন্যদিকে ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব তাঁর এক স্ট্যাটাসে জানিয়েছেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জি এস পদপ্রার্থীর আইডিও একইভাবে সাইবার হামলার শিকার হয়েছে।
প্রশ্ন উঠছে, ভেরিফাইড আইডি ডিজেবল করা কি এতই সহজ?
অনেকে বলছেন, এই কাজের জন্য অবশ্যই প্রয়োজন শক্তিশালী নেটওয়ার্ক কিংবা প্রভাবশালী কানেকশন।এই সাইবার যুদ্ধ শুরু হয়েছিল কয়েকদিন আগেই। প্রথমে টার্গেট ছিল সাধারণ প্রার্থীরা, আর আজ আঘাত আসছে ভেরিফাইড প্রোফাইলগুলোতে।
এমন পরিস্থিতিতে ভোটের আগে প্রশ্ন বাড়ছে, সাইবার আক্রমণের মাধ্যমে কি প্রার্থীদের প্রচারণা দমিয়ে রাখা হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র?
ডাকসু নির্বাচনের মাঠে এখন যেমন উত্তেজনা, তেমনি ভার্চুয়াল দুনিয়াতেও চলছে অদৃশ্য যুদ্ধ। শেষ পর্যন্ত এই সাইবার লড়াইয়ে কারা টিকে থাকবেন আর কারা হারিয়ে যাবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।