উপদেষ্টা হিসেবে শপথ লঙ্ঘন করেছেন সজীব: ইশরাক
ছবিঃ সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেন দাবি করেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে তাঁর শপথের দায়বদ্ধতা লঙ্ঘন করেছেন এবং এই পদে তাঁর থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এ জন্য সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তিনি।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ইশরাক হোসেন।

শপথ গ্রহণ ছাড়াই তিনি আজ নগর ভবনের একটি কনফারেন্স হলে প্রায় ৭০টি ওয়ার্ডের সচিবদের সঙ্গে বৈঠক করেন। এর আগের দিন তিনি পরিচ্ছন্নতা পরিদর্শকদের সঙ্গেও সভায় বসেন।

তিনি বলেন, “উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে তরুণ, তাঁর সামনে দীর্ঘ পথ। তাই তাঁর কাছ থেকে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এবং আদালতের রায় মান্য করার প্রত্যাশা সবার। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত।”

ইশরাক আরও বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে আগের গেজেট বাতিল করে তাঁকে মেয়র হিসেবে ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ২৭ এপ্রিল একটি সংশোধিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তা স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে।

তিনি মনে করেন, এই গেজেট হাতে পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগের উচিত ছিল শপথ অনুষ্ঠানের আয়োজন করা। কিন্তু বর্তমানে এই বিভাগ নানা অজুহাত দেখিয়ে বিষয়টি বিলম্বিত করছে।

উল্লেখ্য, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব গতকাল মন্তব্য করেন, সংশ্লিষ্ট গেজেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ পড়ানো সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে ইশরাক বলেন, “যদি এমন হয়, তাহলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধিও আর শপথ নিতে পারবেন না।”

আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীরা ও ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ১৪ মে থেকে তাঁরা সেখানে অবস্থান করছেন এবং ১৫ মে থেকে ভবনের মূল ফটকগুলো তালাবদ্ধ রয়েছে।

এদিকে প্রশ্ন উঠেছে, ইশরাক হোসেন কীভাবে শপথ ছাড়াই নগর ভবনে প্রবেশ করে সভা করছেন এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা দিচ্ছেন।