শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আধিপত্যবাদমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠুক যারা চায় না, তারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে। বর্তমানে ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোও এই ষড়যন্ত্রের অংশ।”
সভার আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, জেলা কর্ম পরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম এবং মুহাম্মদ শাহিদুর রহমান।
মমিনুল হক সরকার আরও বলেন, “রাজনৈতিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে যারা আমাদের স্বাবলম্বী হিসেবে দেখতে চায় না, তারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে। সাংবাদিক জহির রায়হানের কাছে বুদ্ধিজীবী হত্যার সকল তথ্য ছিল, তবে শেখ মুজিবের শাসনামলে হত্যাকারীদের পরিচয় এখনো উদঘাটিত হয়নি। অনেক দেরীতে হলেও সেই তথ্য উদঘাটন করা প্রয়োজন।”
এ সময় মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। আমাদের জাতিসত্তার এই পরিচয়কে যারা সহ্য করতে পারে না, তারাই বিগত ৫২ বছর ধরে আমাদেরকে মেধাহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। কালচারাল ফ্যাসিস্টরা সব সময় ইসলাম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে জনমত তৈরির ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের আধিপত্যবাদী ও কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানাই।”
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অবদান স্মরণ করেন।

