এনসিসির প্রস্তাবে পিছু হটেছে নির্বাচন কমিশন
ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নাম পরিবর্তন করা হয়েছে। এখন নতুন করে এটির নাম রাখা হয়েছে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি’। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত আলোচনায় এ তথ্য দেন তিনি।

আলী রীয়াজ জানান, বিভিন্ন রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দিয়ে পূর্বে প্রস্তাবিত এনসিসির ধারণা থেকে কমিশন সরে এসেছে এবং নতুন কাঠামোতে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। যেমন—প্রথম প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও, নতুন গঠনে তাঁদের রাখা হয়নি। একইভাবে, উচ্চ ও নিম্নকক্ষের স্পিকাররাও কমিটিতে থাকছেন না।

তিনি আরও জানান, নতুন কমিটির কাজ হবে শুধুমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করা। অ্যাটর্নি জেনারেল বা সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ এই কমিটির আওতাভুক্ত হবে না।

এই প্রস্তাবিত নিয়োগ কমিটিতে সাত সদস্য থাকবেন এবং সংসদের নিম্নকক্ষের স্পিকার হবেন কমিটির সভাপতি।

অধ্যাপক রীয়াজের মতে, সংশোধিত প্রস্তাব নিয়ে আজকের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করা হচ্ছে এবং আলোচনাও চলছে।