হাদীর ওপর হামলা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার
ছবিঃ বিপ্লবী বার্তা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর টার্গেট কিলিং-এর নামে বর্বরোচিত হামলা এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও থানা গেটে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।


শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলার উলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর.জে রাজু আহম্মেদের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করা হয়।


 অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন 'ওরে হাদি, খেলা শুরু না হতেই তুই আউট হইলি! যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।'


বিক্ষোভকারীরা অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানার প্রধান ফটকে অবস্থান নেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।


এ বিষয়ে একজন বিক্ষোভকারী আহসান উল্লাহ বলেন, 'একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে কীভাবে একজন বিপ্লবীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমন অসালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।'


অভিযুক্ত স্কুল শিক্ষক আর.জে রাজু আহম্মেদ মোবাইল ফোনে বলেন, 'আমি পোস্টটি মজা করে দিয়েছিলাম। মানুষ বিষয়টি নেগেটিভভাবে নিয়েছে। তাই তাৎক্ষণিকভাবে পোস্টটি ডিলিট করেছি।' 


এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, 'শরীফ ওসমান হাদীর বিষয়টি এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত। একজন স্কুল শিক্ষক তার নিজের ফেসবুক আইডিতে কটাক্ষমূলক পোস্ট দেওয়ায় আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিকভাবে আমরা ধরে নিচ্ছি তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করা হবে।'