নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ছবিঃ বিপ্লবী বার্তা

আজ ১৪ ডিসেম্বর, ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।


রবিবার(১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে মুশুল্লী ইউনিয়নের শুভখিলা বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েম, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেসাসহ প্রশাসনের বিভিন্ন  কর্মকর্তাও সাংবাদিকবৃন্দ।


পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।