গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত। পরে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সরকারি মুকসুদপুর কলেজ এবং সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহিদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত। তিনি বলেন, 'শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার প্রাক্কালে তাদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছিল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে শহিদ।'

