চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক মন্ত্রী ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেন, 'জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।' একই সঙ্গে তিনি তার পিতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপি এবং ফরিদপুরের ৯টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২০ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ নান্নু, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, বিএমএ ও ড্যাবের জেলা সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, 'মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন এবং মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তার সততা ও জনসেবার কারণে তিনি ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র।'
এ সময় বক্তারা আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।
এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, সদস্য রশিদুল ইসলাম লিটন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, ময়েজমঞ্জিল পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জাফর হোসেন বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, আব্দুল আল ফারুক (রুবেল),মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম জহির,সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন (রতন),জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস,ভিপি সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ ফরিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। এতে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ অংশ নেন।

