নেত্রকোণায় সিপিবি’র জেলা সম্মেলন, নতুন জেলা কমিটি গঠন
ছবিঃ বিপ্লবী বার্তা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোণা জেলা সম্মেলন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ২টায় শহরের পাবলিক হল মিলনায়তন থেকে লাল পতাকার মিছিল বের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

“ভোটাধিকার ফিরিয়ে দাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করো, বৈষম্যহীন শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জলি তালুকদার। জেলা সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ সঞ্চালনা করেন।

সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দেশে গণতন্ত্র আজ মারাত্মকভাবে সংকটাপন্ন। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষের মৌলিক অধিকার সীমিত করা হচ্ছে। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায় ও শোষণমুক্ত সমাজ গঠনে বামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

তরুণ প্রজন্মকে আন্দোলনের অগ্রভাগে থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও গোষ্ঠীগত স্বার্থবাদী চক্রের বিরুদ্ধে কঠোর গণআন্দোলন গড়ে তুলতে হবে।

প্রথম দিনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, লাল পতাকার মিছিল ও আলোচনা সভা। এরপর উপস্থাপন করা হয় সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, ঘোষণা ও কর্মসূচি। রাতভর ব্যালট ভোটের মাধ্যমে ২২ জন কংগ্রেস প্রতিনিধি ও ১৭ জন জেলা সদস্য নির্বাচিত হন।

পরদিন কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদক নির্ধারণ করা হবে।

টানা আলোচনা ও ভোটাভুটির মধ্য দিয়ে সম্মেলনের সব কার্যক্রম শেষ হয় শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টায়।