
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজ এসেছে এক নতুন রাজনৈতিক মোর । ‘স্বতন্ত্র সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহিন সরকার, বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ সকাল সাড়ে ১১টায় মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, "আবু বাকের মজুমদার আমার স্নেহের ছোট ভাই এবং গণঅভ্যুত্থানের অগ্রসেনানী। যদি সে জিততে পারে, সেটি আমার বিজয় হিসেবেই বিবেচিত হবে। আমি আমার শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, বাকের মজুমদারকে জিএস নির্বাচিত করুন।"
তিনি আরও উল্লেখ করেন, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না থাকায় তাঁর নাম ব্যালটে থাকবে, তবে ভোটারদের কাছে তাঁর স্পষ্ট বার্তা , সমর্থন করুন আবু বাকেরকে, গণঅভ্যুত্থানের শক্তিকে সুসংহত করুন।
অন্যদিকে আবু বাকের মজুমদার মাহিনের এই সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, "আমাদের পরিচয় ২০২৪ সালের ৯ জুন লাইব্রেরীর সামনে। মাহিন ভাই সবসময় আন্দোলন সফল করতে নিবেদিত ছিলেন। আজও তিনি সেই ধারাকে বজায় রেখেছেন। তার বড় মন এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।"
অনেকেই মনে করছেন, এই ঘটনা শুধু নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিতে নতুন সমন্বয় এবং আন্দোলনের শক্তিকে আরও সংহত করবে।