ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইশতেহার ঘোষণা
ছবিঃ বিপ্লবী বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ সামনে রেখে তাদের ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ডাকসু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার প্রকাশ করা হয়।


ইশতেহারে বলা হয়, ডাকসু নির্বাচনকে নিয়মিত করার জন্য একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে ক্যাম্পাসকে ফ্যাসিবাদমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে গেস্টরুম, গণরুম সংস্কৃতি রোধ, অতীতে সংঘটিত সহিংস ঘটনার বিচার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।


শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রথম বর্ষ থেকেই বৈধ সিট নিশ্চিত করা, স্থায়ী সমাধান হিসেবে নতুন হল নির্মাণ এবং অস্থায়ীভাবে আবাসন ভাতা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহে হলে ও ক্যান্টিনে পুষ্টিবিদের তত্ত্বাবধানে মানসম্মত খাবারের ব্যবস্থা এবং নিয়মিত খাদ্যমান পরীক্ষার কথা বলা হয়েছে।


নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে নিরাপদ পরিবহন, ছাত্রী হলে পুরুষ কর্মচারীর সংখ্যা কমানো, প্রক্টোরিয়াল টিমে নারীর অন্তর্ভুক্তি, মাতৃত্বকালীন ছুটি কার্যকর, কমনরুমে ব্রেস্ট ফিডিং রুম ও চাইল্ড কেয়ার কর্নার স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


ইশতেহারে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, কেন্দ্রীয় লাইব্রেরি সম্প্রসারণ, প্রতিটি বিভাগে মেন্টরশিপ প্রোগ্রাম চালু, গবেষণা ভাতা চালু, সেমিনার ও কনফারেন্স আয়োজন এবং উচ্চমানের প্রকাশনা নিশ্চিত করার পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মেডিকেল সেন্টার আধুনিকীকরণ, বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা করে চিকিৎসা ব্যয়ে ছাড় এবং মানসিক স্বাস্থ্যসেবার জন্য কাউন্সেলিং সেবা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।


শিক্ষার্থীদের সুবিধার্থে পেপারলেস রেজিস্ট্রার বিল্ডিং গড়ে তোলা, ইমেইল ও অনলাইন রিসোর্স অ্যাক্সেস বাড়ানো, নতুন বাস সংযোজন, মোবাইল অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম ট্র্যাকিং চালু এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে “লিগ্যাল হেল্প ডেস্ক” স্থাপনের অঙ্গীকার করা হয়।


এছাড়া দেশীয় সংস্কৃতির বিকাশ, শব্দদূষণ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান, শারীরিক শিক্ষা কেন্দ্র আধুনিকীকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য উপযোগী অবকাঠামো নিশ্চিত করার পরিকল্পনা ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।


ইশতেহার ঘোষণার সময় জোটের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থ রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। তারা দাবি করেন, ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ, আধুনিক ও গণতান্ত্রিক ক্যাম্পাসে পরিণত হবে।