ইবিতে মিলাদুন্নবীর ছুটি পরিবর্তন, বন্ধ থাকবে ক্লাস-পরিক্ষা
ছবিঃ বিপ্লবী বার্তা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শুক্রবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুসারে ৫ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত থাকলেও চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি ১২ রবিউল আউয়াল এ বছর পড়েছে ৬ সেপ্টেম্বর। সেদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে জরুরি সেবাগুলো চালু থাকবে।


ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, ১২ রবিউল আউয়াল হিজরি বর্ষ অনুসারে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। রোববার (২৪ আগস্ট) চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস ৩০ দিনে পূর্ণ হয়। ফলে এবার ১২ রবিউল আউয়াল পড়েছে ৬ সেপ্টেম্বর।