সৌদিতে বিদ্যুৎপৃষ্ঠে কটিয়াদীর যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম
ছবিঃ নিহত সেলিম
সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদীর যুবক সেলিম (৩০)। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

গতকাল শনিবার (২৩ আগস্ট) সৌদি সময় দুপুরে রিয়াদ শহরের মিনিস্ট্রি বলোদিয়া সুফিয়া এলাকায় একটি খামারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর প্রেমারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। প্রায় আট বছর ধরে সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ করছিলেন তিনি। শনিবার খামারে কাজের প্রয়োজনে পানির একটি মোটরের কাছে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়।

হঠাৎ এ মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সেলিমের বাবা সিরাজ মিয়া ও মা সুফিয়া বেগম। শোকের মাতম ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

মা সুফিয়া বলেন, "চেয়েছিলাম এবার দেশে এলে ধুমধাম করে ছেলের বিয়ে দেব। কিন্তু সেই স্বপ্ন আমার বুকেই শেষ হয়ে গেল। এখন শুধু চাই, দ্রুত ছেলের লাশ দেশে ফিরিয়ে আনা হোক।"