প্রেসক্লাবের এসির পাইপ চুরি, গ্রেফতার ২
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি প্রেসক্লাবের এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুই চোর। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা তিন দিন চুরির চেষ্টা চালানোর পর গত রোববার রাতে পৌর শহরের ঝালাইকার বাড়ি এলাকার মিনহাজ ও তার সহযোগী কমল এসির সংযোগ পাইপ ও তার কেটে নেয়। সোমবার গভীর রাতে সুযোগ বুঝে তারা চুরির কাজ সম্পন্ন করে।

পরদিন প্রেসক্লাব কর্মকর্তারা এসি চালু করতে গিয়ে পাইপ ও তার কাটা দেখতে পান। পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চুরির পুরো দৃশ্য ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গত রাতে শহর থেকেই মিনহাজ ও কমলকে গ্রেপ্তার করে।

প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দ্রুত সময়ের মধ্যেই দুই চোরকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।