হিন্দি বলতে না পারা কি বাংলা ভাষাভাষীদের অপরাধ?
ছবিঃ সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে হিন্দি ভালোভাবে বলতে না পারায় পশ্চিমবঙ্গের এক ব্যক্তিকে বাংলাদেশি ভেবে জেলে পাঠানো হয়েছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে জানা যায়, ওই ব্যক্তির নাম অসিত সরকার (৫৪)। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের বাসিন্দা।

এ বছরের জানুয়ারিতে অসিত তার দুই ছেলেকে নিয়ে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে কাজের সন্ধানে যান। সেখানে একটি কারখানায় তারা চাকরি পান। ফেব্রুয়ারির শেষের দিকে নারপোলি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অসিতসহ সাতজন পরিযায়ী শ্রমিককে আটক করে, সন্দেহ করে তারা বাংলাদেশি।

পুলিশ সবার কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ চায়। ছয়জন নথি দেখিয়ে ছাড়া পেলেও, অসিতকে আটক রাখা হয়। অভিযোগ—তিনি হিন্দিতে নিজের ঠিকানা সঠিকভাবে বলতে পারেননি এবং বাংলায় উত্তর দিয়েছেন, তাই পুলিশ তাকে বাংলাদেশি মনে করেছে।

অসিতের স্ত্রী লিপি সরকার বলেন, তাদের কাছে রেশন কার্ড, ভোটার আইডি, আধার কার্ড—সব ভারতীয় নথি আছে। তবু কেউ সাহায্য করছে না। অসিতের দুই ছেলে গ্রেপ্তার এড়াতে পালিয়ে আসেন। বড় ছেলে আকাশ এখন বাবার মুক্তির জন্য দৌড়ঝাঁপ করছেন।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রুমানা খাতুন এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলেছেন। জেলা তৃণমূল সহসভাপতি সুভাষ চাকি অভিযোগ করেছেন, বাংলাভাষী শ্রমিকদের ভাষাগত বৈষম্যের শিকার করা হচ্ছে।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সাংসদ সুকান্ত মজুমদার বিষয়টি কর্তৃপক্ষের কাছে তুলেছেন এবং আইনি সহায়তার ব্যবস্থা করবেন।

জেলার ডেপুটি লেবার কমিশনার বলদেব মণ্ডল বলেছেন, পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অসিতকে মুক্ত করার চেষ্টা হবে।

বিপ্লবী বার্তা/এসএমটি