
মাইক্রোসফটের সাম্প্রতিক ভিডিও 'Windows 2030 Vision'–এ প্রতিষ্ঠানটি ভবিষ্যতের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ধারণা তুলে ধরেছে।
এতে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে কণ্ঠস্বর, হাতের ইশারা এবং চোখের মণি নড়াচড়ার মাধ্যমে উইন্ডোজ কম্পিউটার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মাইক্রোসফটের এন্টারপ্রাইজ ও অপারেটিং সিস্টেম সিকিউরিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েস্টন এই ধারণা প্রকাশ করেছেন।
ডেভিড ওয়েস্টন উল্লেখ করেছেন, "আজকের প্রজন্মের কাছে ডিস্ক অপারেটিং সিস্টেম যেমন অপরিচিত, তেমনি আগামী দিনে মাউস চালানো বা কিবোর্ডে টাইপ করা ঠিক ততটাই অচেনা মনে হবে।" তিনি আরও বলেন, "২০৩০ সালের মধ্যে মানুষ কম্পিউটারের সঙ্গে চোখ দিয়ে কম কাজ করবে। বেশি কাজ করবে কথা বলে। ব্যবহারকারী ও যন্ত্রের মধ্যে কথোপকথনের মাধ্যমেই যোগাযোগ তৈরি হবে।"
মাইক্রোসফটের এই ভবিষ্যৎ ধারণা অনেকের কাছে কল্পবিজ্ঞানের মতো মনে হতে পারে, তবে প্রতিষ্ঠানটির চলমান প্রযুক্তি উন্নয়ন এই ধারণাকে বাস্তবের পথে এগিয়ে নিচ্ছে।
এস কে আর