ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই: মিমি চক্রবর্তী
ছবিঃ সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত নীতি এবং ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কাজের মান এবং পারিশ্রমিক— কোনোটির ক্ষেত্রেই তিনি আপস করতে রাজি নন।


মিমি বলেন, বর্তমানে তিনি আগের চেয়ে অনেক বেশি ‘ডিপ্লোম্যাটিক’ হতে শিখলেও সত্য কথা বলতে দ্বিধা করেন না। অনেক সময় পারিশ্রমিক নিয়ে দরদাম না করায় কাজ হাতছাড়া হয় জানিয়ে তিনি বলেন, “অনেকে আমাকে কাজে ডাকেন না কারণ আমি পারিশ্রমিক নিয়ে দরদাম করি না। আমি কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাহলে পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?”


‘পুপে’ এবং ঋতুপর্ণ ঘোষ: ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মিমি। দীর্ঘ সময় পর সেই আইকনিক চরিত্র নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মিমির মতে, “পুপে ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারও পক্ষে তৈরি করা সম্ভব নয়।”


চলচ্চিত্র জগতে নিজের লড়াই নিয়ে মিমি অকপটে স্বীকার করেন যে, তার পেছনে কোনো শক্তিশালী অভিভাবক নেই। তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি সেরাটা বেছে নেওয়ার চেষ্টা করি।”